
অপরিবর্তিত একাদশ নিয়ে মুখোমুখি নিউ জিল্যান্ড-পাকিস্তান
সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল নিউ জিল্যান্ড। পাকিস্তান লড়েছিল বাংলাদেশের বিপক্ষে। দুই দলই সেমি-ফাইনালে মাঠের লড়াইয়ে নামছে আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে।
নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
টস জিতে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড
ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতলেন কেন উইলিয়ামসন। অনুমিতভাবে নিউ জিল্যান্ড অধিনায়ক নিলেন ব্যাটিং। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বললেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও।
সর্তক নিউ জিল্যান্ড, আত্মবিশ্বাসী পাকিস্তান
এবারের বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা ছিল হতাশার। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হেরে তারা ছিটকে পড়ার দ্বারপ্রান্তে চলে যায়। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে নাটকীয়ভাবে জায়গা করে নেয় সেমি-ফাইনালে।
পাকিস্তানের পারফরম্যান্স আসর জুড়ে যেমনই থাকুক, এই দল যে ভয়ঙ্কর ভালো করেই জানা নিউ জিল্যান্ডের। তাই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে সতর্ক থেকে মাঠের লড়াইয়ে নামবে তাসমান সাগর পাড়ের দলটি।
নিউ জিল্যান্ড বিশ্বকাপ শুরু করে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে। সবার আগে তারা নিশ্চিত করে সেমি-ফাইনাল। ছন্দে থাকা দলটির বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে একদমই ভাবছে না পাকিস্তান। নিজেদের ওপর পূর্ণ আস্থা রাখছে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।
সেমি-ফাইনাল নিশ্চিত হওয়ার পর পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেইডেন বলেছিলেন, এখন তাদের মুখোমুখি হতে ভয়ে থাকবে অন্যরা। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিনে সংবাদ সম্মেলনে সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান বলেন, তাদের এবারের ‘রোলার কোস্টার’ যাত্রা বেশ উপভোগ্য।