বাবর-রিজওয়ানের শতরানের জুটিতে ফাইনালে পাকিস্তান

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে বাবর আজমরা।

আসরের প্রথম দুই ম্যাচেই টানা হার। ফর্মে নেই দলের সেরা দুই তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। অনেকেই বিশ্বকাপের সুপার টুয়েলভেই পাকিস্তানের শেষ দেখে ফেলেছিলো।

কিন্তু, পাকিস্তানকে কেন ক্রিকেটের সবচেয়ে বড় আনপ্রেডিক্টেবল দল বলা হয় সেটা আবারও প্রমাণতি হলো। সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে ফর্মে গুরুত্বপূর্ণ ম্যাচেই ফিরলেন বাবর-রিজওয়ান।

দলের সেরা দুই ব্যাটারের রানে ফেরার দিনে এশিয়ার দেশটিও ১৩ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

আজ (বুধবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ম্যাচটি ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে পাক বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের জুটিতে আসে একশো রানের বেশি।

দুজনই ফিফটি রান করে ফিরলে মোহাম্মদ হারিসের নৈপুণ্যে স্রেফ ৩ উইকেট হারিয়ে ৫ বল হাতে রাখতেই জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কার পর দ্বিতীয় সল হিসেবে তিনবার ফাইনাল খেলার স্বাদ পাবে পাকিস্তান। দীর্ঘ ১৩ বছর পর চার-ছক্কার এই বৈশ্বিক আসরের ফাইনালে উঠলো দলটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *