#মেলবোর্ন: টি-২০ বিশ্বকাপ জয়ের পর স্টেজে ট্রফি নিয়ে চলছে সেলিব্রেশন। ট্রফি হাতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। পাশে বসে ফটো সেশন করছেন মইন আলি ও আদিল রাশিদ সহ অন্যান্য ব্রিটিশ ক্রিকেটাররা। কিন্তু হঠাৎই বাটলার স্টেজ থেকে নেমে যেতে বললেন মইন ও রাশিদকে। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। বাটলার কেনও হঠাৎ এমন করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
কিন্তু পরে ইংল্যান্ড অধিনায়কের এহেম আচরণের কারণ জানা যায়। যা জানার পর রাগ নয়, বাটলারের প্রতি সম্মানই জন্মেছে নেটিজেনদের। আসলে ট্রফি জয়ের পর কিছুক্ষণ সেলিব্রেশন করার পর শ্যাম্্পেন খোলার মুহূর্ত ছিল। ইসলামের আদর্শ মেনে আদিল রশিদ ও মইন আলি অ্যালকোহল থেকে দূরে থাকেন। তাই শ্যাম্পেন সেলিব্রেশনের সময় মইন ও রাশিদকে তা আগে থেকে জানিয়ে দেন বাটলার। তাই তারা স্টেজ থেকে নেমে যান।